বরিশালের মুলাদীর চর ছবিপুর গ্রামের যৌতুক লোভী স্বামী ইমরান সরদারকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের দণ্ডাদেশ দেয়া হয়েছে।
বরিশালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারুক হোসাইন আসামির উপস্থিতিতে সোমবার এই রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ইমরান তার স্ত্রী নার্গিস বেগমকে একই উপজেলার সেলিমপুর গ্রামের পিত্রালয় থেকে ২ লাখ টাকা যৌতুক এনে দেয়ার জন্য চাপ দেয়। ইমরানের দাবিকৃত টাকা এনে না দেয়ায় নার্গিসের উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন নার্গিস। ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ওই রায় ঘোষণা করেন।