কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে চেয়ার দিয়ে পিটিয়েছেন ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষক।
সোমবার বিকালে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় কলেজ অধ্যক্ষ সহিদুল আলম বাদী হয়ে দুই শিক্ষক আজিজুল হক ও এনামুল হকের বিরুদ্ধে বরুড়া থানায় মামলা দায়ের করেছেন।
বরুড়া থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, কলেজে ছাত্রদের বিশৃংখলা নিয়ে কলেজে তদন্ত করতে আসেন এসিল্যান্ড। ওই ঘটনায় দুই শিক্ষক জড়িত ছিলো বলে অভিযোগ রয়েছে। এসিল্যান্ড চলে যাওয়ার পর দুই শিক্ষক অধ্যক্ষের উপর হামলা করেন। এনিয়ে মামলা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কলেজ অধ্যক্ষ সহিদুল আলম বলেন, তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। তারা চেয়ার দিয়ে আমার উপর হামলা করে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
অভিযুক্তদের মধ্যে আজিুল হকের ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন।