বাগেরহাটের মোরেলগঞ্জে নপুর বেগম(২২) নামে এক গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার রাত ৮টার দিকে ঘষিয়াখালী গ্রামের অলিয়ার শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ রাত ৮টার দিকে অলিয়ার শেখের বাড়িতে তার পুত্রবধূ নুপুর আগুনে পুড়ে মারা গেছে এমন খবর পাওয়া যায়। এ সময় নুপুরের স্বামী সোলায়মান শেখ ও তার শাশুড়ি ওই বাড়িতে ছিলেন না বলে দাবি করা হয়েছে।
এদিকে এই ঘটনার জন্য স্বামী সোলায়মানকে দায়ী করছেন নুপুরের পিতা উত্তর ফুলহাতা গ্রামের নাসির উদ্দিন জোমাদ্দার। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নুপুর ও তার স্বামীর সাথে কলহ চলছিলো। এই কলহের জের ধরেই নুপুরকে পরিকল্পিতভাবে পুড়িয়ে হত্যা করেছে সোলায়মান। এক বছর পূর্বে সোলায়মানের সাথে বিয়ে হয়েছিলো নুপুরের। তাদের সংসারে কোন সন্তান নেই।
এ সম্পর্কে থানার ওসি মো, রাশেদুল আলম বলেন, আগুনে পুড়ে এক গৃহিনীর মৃত্যুর ঘটনা সঠিক তবে কিভাবে সে অগ্নিদগ্ধ হয়েছে তা এখনো (রাত ১০.৪০) জানা যায়নি। থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে। ঘটনাস্থল থেকে চৌকিদার আবুল কালাম জানান, নুপুর বেগমের পোড়া মৃতদেহ ঘরের মধ্যে পড়ে আছে।