কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল কাদির নামের এক কো-অপারেটিভ কর্মচারীকে কুপিয়ে ৩০ হাজার টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে যাত্রী ছাউনীর সামনে এ ঘটনা ঘটে। আহত আবদুল কাদির উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রামের নুরুল হকের পুত্র।
জানা গেছে, আবদুল কাদির একটি কো-অপারেটিভ প্রতিষ্ঠানের কর্মচারী। প্রতিদিনের ন্যায় সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় চৌদ্দগ্রাম বাজারের কালেকশান শেষে পায়ে হেটে ট্রেনিং সেন্টার যাচ্ছিলেন। এসময় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশে যাত্রী ছাউনীর সামনে অজ্ঞাতনামা ৪/৫ জন যুবক তার গতিরোধ করে। এতে বাধা দিলে তাকে কুপিয়ে জখম করে বাম পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। টাকা ছিনতাইকালে যুবকরা বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে হত্যার হুমকি দেয়।
এঘটনায় রাত সাড়ে ১০টায় অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৭/হিমেল