পটুয়াখালীর গলাচিপার পানপট্টি এলাকায় ইলিয়াস খান (৩০) নামের এক শ্রমিককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় এ ঘটনা দেখে ফেলায় পানপট্টি কৃষি ব্যাংকের নৈশ প্রহরী দেলোয়ার হোসেনকে কুপিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে পানপট্টি মাধ্যমিক বিদ্যালয় ও কৃষি ব্যাংক সংলগ্ন একটি দীঘির পারে এ ঘটনা ঘটে। আহত দোলেয়ারকে উদ্ধার করে প্রথমে গলাচিপা হাসাতালে এবং পরে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
গলাচিপা থানার ওসি আব্দুর রাজ্জ্বাক মোল্লা জানান, নিহত ইলিয়াস খা পানপট্টি ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত নিজাম উদ্দিন খাঁ’র ছেলে। ধারনা করা হচ্ছে পূর্ব শক্রতার জেরে ইলিয়াসকে হত্যা করা হয়েছে। তবে আহত দোলোয়ার সুস্থ হলে ঘটনা সম্পর্কে কিছু ধারনা পাওয়া যেতে পারে। ধারনা করা হচ্ছে হত্যাকান্ডের ঘটনা দেখে ফেলায় কৃষি ব্যাংকের নৈশ প্রহরী দেলোয়ার হোসেনকে কুপিয়ে আহত করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করেছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান। তবে কি কারণে বা কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৭/হিমেল