সোমবার সন্ধ্যায় হঠাৎ পৌষের কনকনে শীত পড়ে শেরপুরে। দিনের গরমে অল্প কাপড়ে আসা মানুষজনকে হঠাৎ শীতের কবলে পড়ে অস্থিরতার মধ্যে পড়তে দেখা গেছে। অসময়ে এই অপ্রস্তুত শীতে সবাইকে দ্রুত বাড়ী ফিরতে হয়েছে।
রাত নয়টার মধ্যেই শহর একদম খালি হয়ে যায়। ব্যবসাযিরাও দ্রুত দোকান বন্ধ করে চলে যান। শহরের রাস্তার বিভিন্নস্থানে মানুষজনকে আগুন ধরিয়ে শীত নিবারনের চেষ্টা করতে দেখা গেছে।
একটি জামা পড়ে গ্রাম থেকে শহরে আসা মধ্য বয়সি শীতে কাতর কৃষক ছামেদুল জানিয়েছেন, ফাল্গুন মাসে এমন শীত কখনও দেখিনি। শহরের নারায়ণপুর এলাকায় আগুন ধরিয়ে শীত নিবারনের থাকা আইয়ুব আলী জানিয়েছেন, সন্ধ্যা থেকেই শীতে থরথর করে কাঁপছি কোন অবস্থাতেই শীত ছাড়ছে না-শীত একেবারে হাড়ে লাগছে।
অনেকে সোমবারের হঠাৎ আসা এই শীত পৌষ মাসকেও হার মানিয়েছে বলে জানিয়েছেন।
বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৭/হিমেল