নীলফামারীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় রনি ইসলাম (২২) নামে এক বখাটেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ফাতেমার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রনি নীলফামারী সদরের কুন্দপুকুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।
জানা যায়, নীলফামারী সরকারি গালর্স স্কুলের ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার সময় প্রায়ই উত্ত্যক্ত করতো রনি। সোমবার একইভাবে ছাত্রীটিকে উত্ত্যক্ত করেন তিনি। ওই ছাত্রীর অভিভাবকের অভিযোগের ভিত্তিতে রনিকে এদিন আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসঅাই) আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৭/হিমেল