নড়াইল জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং দু’টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
দেশব্যাপী মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে।