খুলনা মহানগরীর কেসিসি রূপসা পাইকারী মৎস্য বাজারে অভিযান চালিয়ে ১০ হাজার কেজি জাটকা জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান চালায় র্যাব ও জেলা মৎস্য অধিদফতর।
জব্দ করা জাটকার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।
জেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ বলেন, র্যাব-৬ এর একটি দল ও জেলা মৎস্য অধিদফতর যৌথভাবে অভিযান চালিয়ে কেসিসি রূপসা পাইকারী মৎস্য বাজার থেকে ১০ হাজার কেজি জাটকা জব্দ করেছে। তিনটি ট্রাকে সামুদ্রিক মাছের মধ্যে প্যাকেট করে জাটকাগুলো রাখা ছিল। অভিযানের সময় ট্রাকে কোনো লোক পাওয়া যায়নি।
তিনি জানান, জাটকাগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এনে জেলখানা ও এতিমখানায় দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৭/এনায়েত করিম