বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধূ নপুর বেগম(২২) কে হত্যা করে পোড়ানো হয়েছে বা পুড়িয়ে হত্যা করা হয়েছে এমন সন্দেহে তার শ্বশুর অলিয়ার শেখ(৫৫) কে আটক করেছে পুলিশ।
দিবাগত রাত ৪টার দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার পর থেকে নুপুর বেগমের স্বামী সোলায়মান শেখ(৩০) পলাতক রয়েছে।
সোমবার রাত ১২টার দিকে ঘষিয়াখালী গ্রামের অলিয়ার শেখের বাড়ি থেকে তার পুত্রবধূ নুপুর বেগমের আংশিক পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়।
নুপুর বেগমের পিতা উত্তর ফুলহাতা গ্রামের নাসির উদ্দিন জোমাদ্দার এই ঘটনার জন্য সোলায়মান ও তার পিতা অলিয়ার শেখকে দায়ী করছেন। তিনি বলেন, ‘আমার মেয়েকে মারপিট করে হত্যা করেছে। পরে ওই ঘটনা আড়াল করতে নুপুরের মুখমন্ডল আগুনে পুড়িয়ে দেয়’।
ঘটনাস্থল থেকে ফিরে থানার ওসি(তদন্ত) তারক বিশ্বাস বলেন, ঘটনাটি সন্দেহজনক। তাই নুপুরের শ্বশুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এক বছর পূর্বে সোলায়মান তার পিতা মাতার ইচ্ছার বিরুদ্ধে অন্যের সংসার ভেঙ্গে বিয়ে করেছিলো নুপুরকে। তাদের সংসারে কোন সন্তান নেই। নুপুরকে বিয়ে করার পর থেকে সোলায়মানের সংসারে কলহ বিরাজ করছিলো।