নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক ও নসিমনের সংর্ঘষে ইলমি (১০) নামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় ওই শিশুর মা পপি বেগম (৩৮) ও ভদ্রডাঙ্গা বাতাসি গ্রামের লামিয়া খানম (১৪) আহত হয়েছেন। সোমবার রাতে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইলমি চাচই গ্রামের বাসার মোল্লার মেয়ে।
জানা গেছে, সোমবার রাতে তারা আত্মীয়-স্বজন মিলে ১১ জন ইজিবাইকে করে চাচই যাচ্ছিলেন। লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ইটবোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলমিকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা সহকারী আইরিন খানম বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাওসি(তদন্ত) মনিরুজ্জামান সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৭/এনায়েত করিম