বরিশাল নগরীর দপদপিয়া এলাকা থেকে দুইটি আগ্নেয়াস্ত্র এবং চার রাউন্ড গুলিসহ কালু গাজী নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
গতকাল সোমবার গভীর রাতে দপদপিয়ার নিজ বাসা থেকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয় কালু গাজী। অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
কালুর বিরুদ্ধে বরিশাল ও ঝালকাঠীসহ বিভিন্ন থানায় ডাকাতি, মারামারি, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন আইনে একাধিক মামলা ছিল।
র্যাব দাবি করেছে, কালু গাজী আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল সোমবার গভীর রাতে কালু গাজীর দপদপিয়ার বাসায় অভিযান চালায়। কালুকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার বাসায় অস্ত্র থাকার কথা স্বীকার করে। পরে তার ঘরের স্টোর রুমের সানসেডের উপর থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটার গান এবং চার রাউন্ড গুলি উদ্ধার করেন তারা।
জিজ্ঞাসাবাদ শেষে কালুকে ওই রাতেই কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে অস্ত্র আইনে একটি মামলা করেন র্যাব-৮ এর ডিএডি মামুনুর রশিদ খান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন/ফারজানা