বাগেরহাটে বিশেষ অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকৃতদের মধ্যে ২৫ জন মাদক ব্যবসায়ী রয়েছে। অভিযানে ইয়াবা ও গাজাসহ বিভিন্ন ধরণের মাদক উদ্ধার করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, সন্ত্রাসী, অপরাধী, অস্ত্রধারী এবং মাদক বিক্রেতাদের ধরতে বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। সোমবার রাতে অভিযান চলাকালে ৩৯ জনকে আটক করা হয়। এদের মধ্যে ২৫ জন মাদক ব্যবসায়ী এবং ১৪ জন বিভিন্ন মামলার পলাতক আসামি। জেলার সব এলাকায় পুলিশের বিশেষ অভিযান অব্যহত রয়েছে বলেও তিনি জানান। আটকৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ, ২০১৭/মাহবুব