রাজশাহীর বাগমারা উপজেলার জুগিপাড়া ইউনিয়নের শান্তপাড়ায় আজ ভোরে আবদুল কুদ্দুস (৪৪) নামে এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কুদ্দস ওই ইউনিয়নের শান্তপাড়া গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে।
জানা যায়, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) অন্যতম সদস্য এবং বাংলা ভাইয়ের সহযোগী ছিলেন কুদ্দস।
রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, কুদ্দুস পুলিশের ১৮ নম্বর তালিকাভুক্ত জেএমবি সদস্য।
বিডি প্রতিদিন/এ মজুমদার