দুই হাজার ৫শ’ পিস ইয়াবাসহ টাঙ্গাইলে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, সদর উপজেলার পাচবেথর গ্রামের নছিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া ও কালিহাতী উপজেলার পৌলী গ্রামের মৃত আফতার উদ্দিনের ছেলে নাসির উদ্দিন।
আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল থানায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার