নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মন্দিরের মূর্তি ভাঙচুর মামলায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আউখাব এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রাজধানীর মাতুয়াইল এলাকার মজলু মিয়ার ছেলে ইমরান হোসেন, কুমিল্লা জেলার চান্দিনা থানার হারুন গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাসুম, লাঙ্গলকোট থানার মকরোপুর এলাকার আব্দুল লতিফের ছেলে শাকিল ও নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার সত্যবান্দি এলাকার মোতালেব মিয়ার ছেলে কবির হোসেন।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল আলম জানান, গত ১৪ জানুয়ারি রাতে ভুলতা এলাকার দূর্গাপাল মন্দিরে থাকা বেশ কয়েকটি মূর্তি ভাঙচুর করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় রূপগঞ্জ থানায় অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্দেজনক ভাবে ইমরান হোসেন, মাসুম, শাকিল ও কবির হোসেনকে আউখাব এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার