রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে বাসের চাকায় পিষ্ঠ হয়ে সম্রাট হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে রাজশাহী-নওগাঁ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সম্রাট হোসেন উপজেলার শিবপুর গ্রামের আবদুল হামিদের ছেলে। উপজেলার আমরাইল উচ্চ বিদ্যালয় থেকে সে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্রাট ও তার বন্ধু শফিকুল ইসলাম কম্পিউটার ক্লাস করার জন্য কেশরহাট টেকনিক্যাল কলেজে সাইকেলযোগে যাচ্ছিল। পথে নওগাঁগামী একটি বাস সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সম্রাট বাসের চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। তবে সঙ্গে থাকা তার বন্ধু অক্ষত রয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ, ২০১৭/মাহবুব