টাঙ্গাইলে দুই হাজার ৫০০ পিস ইয়াবাসহ বাবলু মিয়া ও নাসির উদ্দিন নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে সদর উপজেলার গালা ইউনিয়নের শিবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল থানায় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আটককৃত বাবলু মিয়া সদর উপজেলার পাচবেথর গ্রামের নছিম উদ্দিনের ছেলে ও নাসির উদ্দিন কালিহাতী উপজেলার পৌলী গ্রামের মৃত আফতার উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সদর উপজেলার গালা ইউনিয়নের শিবপুর এলাকা অভিযান চালিয়ে বাবলু মিয়া ও নাসির উদ্দিনকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা শপিং ব্যাগে তল্লাশি করে একটি কার্টুনের ভিতর থেকে ১০টি প্যাকেটে রাখা দুই হাজার পিস ও প্যান্টের পকেট থেকে ২টি প্যাকেটে রাখা ৫শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা ইয়াবা ব্যবসায়ি ও একটি পাচারকারী চক্রের সদস্য।
বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৭/হিমেল