পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নতুন প্রজন্ম জানতে পারছে। জাতীয় শিশু দিবস পালন করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব।
রবিবার সন্ধায় ময়মনসিংহের ভালুকায় সৃষ্টি শিল্পকলা একাডেমীর ১৬বছর পূর্তি উপলক্ষ্যে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন তিনি।
মির্জা আজম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সংস্কৃতি কর্মীদের ভূমিকাই বেশী। তারা সমাজ বদলের হাতিয়ার। তাদের অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সৃষ্টি শিল্পকলা একাডেমীর নির্বাহী পরিচালক সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. এম আমানউল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, ভালুকা পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, চিত্র নায়িকা নতুন, কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ