খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউপির ওমরপুর গ্রামে সীমানা বিরোধ নিয়ে সংঘর্ষে গুরুতর আহত খোদেজা বেগম (৪৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। রবিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।
মৃত খোদেজার স্বামী কাজিম উদ্দিনও গুরুতর আহতাবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
জানা গেছে, ওমরপুর গ্রামের আ. রহিমের ছেলে মো. আলম ও আলমাসের সাথে কাজিম উদ্দিনের সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এ নিয়ে কয়েকবার সালিশ-বৈঠকও হয়। শনিবার সকালে প্রতিবেশী আলম দলবল নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কাজিম উদ্দিন ও তার স্ত্রী খোদেজাকে এলোপাতাড়ি মাথায় আঘাত করে। গুরুতর আহতাবস্থায় দু’জনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে খোদেজাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে খোদেজার ছেলে খাইরুল বাদী হয়ে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।
পানছড়ি থানার সাব ইন্সপেক্টর মো. ইয়াছিন জানান, মামলার পর থেকেই পানছড়ি থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে মো. আলমকে খাগড়াছড়ি থেকে আটক করে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ