নোয়াখালীর কবিরহাট উপজেলায় হালিমা বেগম (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ১৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। হালিমা বেগমকে সোমবার সকালে ওই উপজেলার ধানশালিক ইউনিয়নের নলুয়া গ্রাম থেকে আটক করা হয়।
আটককৃত হালিমা বেগম ধানশালিক ইউনিয়নের নলুয়া গ্রামের ফিরোজ উল্যার স্ত্রী।
নোয়াখালী জেলার ডিবির ওসি আতাউর রহমান ভুইয়া বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নলুয়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী হালিমা বেগমকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত হালিমা বেগমের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ