নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র শ্যামল চন্দ্র বর্মন হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে শিক্ষার্থীরা সেখানেই একটি বিক্ষোভ মিছিল করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নিহত শ্যামল চন্দ্র বর্মনের পিতা গোপাল চন্দ্র বর্মন, পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী তারিকুল ইসলাম, শাকিল আহম্মেদ, আসাদুজ্জামান শিউল, কারীম হোসেন, মাহমুদুল আলম, জোবায়ের হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে শিক্ষার্থীরা শ্যামল হত্যা মামলার প্রধান অভিযুক্তদের রুমন-রাশেদসহ পলাতক আসামিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. মাজেদা ইয়াসমিন ও পুলিশ সুপার মোজাম্মেল হকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার