সিরাজগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার চার দিন পর ব্যবসায়ী আব্দুস সালাম মমতাজ (৭০)আজ সোমবার ভোরে মারা গেছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ১৬ মার্চ সকালে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শ্যামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম মমতাজ শ্যামপুর গ্রামের মৃত রহিম বক্সের ছেলে ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের এ্যাসোসিয়েট গ্রুপের পরিচালক।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৬ মার্চ সকাল ৭টার দিকে প্রতিপক্ষের হামলায় আহত হন আব্দুস সালাম মমতাজসহ ওই পরিবারের তিন সদস্য। গুরুতর আহত মমতাজকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকৎসাধীন থাকার পর সোমবার ভোরে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে বগুড়া থেকে আনা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ