সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর শর্টগান ও সাংবাদিক শিমুলের মাথা থেকে নেটবলের (সীসার বল) ব্যালেস্টিক প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। সিআইডি অফিস থেকে ডাকযোগে প্রতিবেদনটি আদালতে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদনে মেয়র মিরুর শর্টগানের কার্তুজের গুলির সাথে সাংবাদিক শিমুলের মাথা থেকে বের হওয়া নেটবলের মিল রয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল হোসেন জানান, ব্যালেস্টিক প্রতিবেদনের একটি কপি আদালতে আর একটি কপি থানায় এসেছে। প্রতিবেদনে শিমুলের মাথায় বিদ্ধ নেটবল মেয়র মিরুর শর্টগানের ব্যবহৃত কার্তুজ থেকে ছোড়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে সাংবাদিক শিমুলের মাথায় পাওয়া নেটবলটি মেয়র মিরুর শটগানের কী না তা নিশ্চিত হতে গত ৮ ফেব্রুয়ারি ঢাকার সিআইডি’তে ব্যালাস্টিক পরীক্ষার জন্য পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি সকালে ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। ৩ ফেব্রুয়ারি ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ