চট্টগ্রামের সীতাকুন্ডের ঘটনার পর এবার জঙ্গি আতঙ্ক পাহাড়ে। পাহাড়ি এলাকাকে সেফ হোম করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে জঙ্গিরা। তাই তাদের টার্গেট এখন তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে রাঙামাটি থেকে জঙ্গি সন্দেহে ৬ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার বিকালে শহরের ডিসি বাংলো এলাকায় গোপনে বৈঠন করা অবস্থায় তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, কারমাইকেল কলেজের ছাত্র শিবিরের সাবেক সভাপতি হারুনুর রশিদ, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ইউসুফ বিন মিরাজ ও ইরফানুল হক, রাঙামাটির মোস্তাফা কামাল, সাখাওয়াৎ হোসেন ও মুক্কুর আলম। তারা সবাই ছাত্র শিবির কর্মী বলে জানিয়েছে পুলিশ।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাফিউল সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ডিসি বাংলো এলাকায় ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। এসময় জঙ্গি সন্দেহে ৬জনকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে একজনে নাম হারুন নূর রশিদ। সে কারমাইকেল কলেজের ছাত্র শিবিরের সভাপতি। মুলত তার নেতৃত্বে এ বৈঠক যোগ দেয় আরও ৫ জন। তাদের মধ্যে রাঙামাটির ও দু’জন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার। জিজ্ঞাসাবাদের হারুন স্বীকার করেন, তার বিরুদ্ধে রংপুর থানায় ৭টি মামলা রয়েছে। এছাড়া পিলগাছা থানায় ২০১৩সালে পুলিশ হত্যা মামলার আসামী সে। ধারণা করা হচ্ছে তারা উভয় নাশকতা মুলক কর্মকান্ডে সঙ্গে জড়িত ।
রাঙামাটি কতোয়ালী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল রশিদ জানান, ডিবি পুলিশ জঙ্গি সন্দেহে ৬ জনকে আটক করার পর থানায় হস্তান্তর করেছে। আটকৃতদের কাছ থেকে কিছু জিহাদি বই ও মোবাইলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার ৯নং ওয়ার্ডে ৭০জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে তারা ব্যক্তিগত, পারিবারিক কাজে নাকি জঙ্গি সংগঠনের সদস্য হয়ে ঘর ছেড়েছেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা আবু মুসা বলেন, এলাকায় যারা নেই তাদের তালিকা করা হচ্ছে। শহরে তারা চাকরি করেেছ নাকি জঙ্গি কর্মকান্ডে লিপ্ত হচ্ছে, তা আমরা খতিয়ে দেখছি।
প্রসঙ্গত, সম্প্রতি চট্টগ্রামে সীতাকুন্ডে ছায়ানীড়ের বাড়িতে জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণে ঘটনার সঙ্গে জড়িত বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি এলাকার বাসিন্দা কামাল হোসেন ও তার স্ত্রী জুবাইদা ইয়াসমিন নাম প্রকাশ হওয়ার পর পাহাড়ে জঙ্গি আতঙ্ক বিরাজ করছে। জনমনে দেখা দিয়েছে উদ্বেগ- উৎকন্ঠা।