চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে রুবেল (২৫) নামে এক স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা জজ জিয়াউর রহমান এই দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত রুবেল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের তাজেল আলীর ছেলে।
এ ব্যাপারে অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বেগম মামলার বিবরণ দিয়ে জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ববিতা (১৯) কে বিয়ের সময় ৮০ হাজার টাকা নেয়ার পর আরো ৫০ হাজার টাকা ও একটি বাইসাইকেলের জন্য নির্যাতন করে আসছিল রুবেল। কিন্তু যৌতুন না পেয়ে ২০১৪ সালের ১ জুলাই রাত ১০টার দিকে রুবেল তার স্ত্রীকে হত্যার পর দু’ হাত বেঁধে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। এ ঘটনায় পরেরদিন নিহত ববিতার পিতা শরিফুল ইসলাম শিবগঞ্জ থানায় বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে শিবগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ ২০১৪ সালের ১২ নভেম্বর রুবেলসহ তার পিতা তাজেল আলী (৪৬), মা নাদিরা বেগম (৪০) ও বোন নাসরিন সুলতানা (২৭) এর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দায়ের করেন। আজ আদালত আসামির উপস্থিতিতে রুবেলকে মুতৃদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করে এবং অপর আসামিদের বেকসুর খালাস দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার