বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে গোসল করতে নেমে ইটভাটা শ্রমিক আব্দুল কাদের ঘরামী নিখোঁজ হয়েছে।
গত রবিবার দুপুরে দুপুরে নিখোঁজের পর সোমবার বিকেল ৩টা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি। আব্দুল কাদের সাতক্ষীরা জেলার শ্যামপুর উপজেলার জয়নগর গ্রামের ওহাব আলী ঘরামীর ছেলে।
মুলাদী থানার ওসি মতিউর রহমান জানান, আব্দুল কাদের সহ সাতক্ষীরার আরও কয়েকজন শ্রমিক মুলাদীর ছোয়া ইটভাটায় শ্রমিকের কাজ করে আসছিলো। গত রবিবার বেলা ১টার দিকে অন্যান্য শ্রমিকদের সঙ্গে জয়ন্তী নদীতে গোসল করতে নেমে আব্দুল কাদের ডুব দেওয়ার পর নিখোঁজ হয়। ওই দিন বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তার সন্ধানে জয়ন্তী নদীতে তল্লাশি চালাচ্ছে। সোমবার বিকেল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় কাদেরের সহকর্মী সোলায়মান মুলাদী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন বলে ওসি জানান।