নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুর্ণবাসন কেন্দ্রের আওয়ামী মহিলা লীগের সভাপতি দাবি করে এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহিলা লীগের দুই গ্রুপের মাঝে দুই দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মহিলা লীগ নেত্রীসহ নিরীহদের দোকানপাট ও বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ( প্রস্তাবিত রাসেল নগড় ইউনিয়ন) আওয়ামী মহিলা লীগের সভাপতি দাবি করে আসছে মহিলা লীগ নেত্রী ও ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রি ও অপর মহিলা লীগ নেত্রী নাজমা বেগম। সভাপতির পদ ও এলাকার বিভিন্ন আধিপত্য বিস্তার নিয়ে বিউটি আক্তার কুট্রির সঙ্গে নাজমা বেগমের বেশ কয়েক দিন ধরেই দ্বন্ধ চলে আসছে।
রবিবার সন্ধ্যায় এবং সোমবার দুপুরে বিউটি আক্তার কুট্রিসহ তার বাহিনীর লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নাজমা বেগমসহ তার লোকজনের উপর হামলা চালায়। এসময় নাজমা বেগমের লোকজনও পাল্টা হামলা চালায়। এসময় দুই গ্রুপের মাঝে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার