নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গিবাদ রোধে জনগনকে সচেতন করতে মাইকিং করেছে ভুলতা ফাঁড়ি পুলিশ প্রশাসন। বাড়ির মলিকদের যত দ্রুত সম্ভব ভাড়াটিয়াদের জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের ফটোকপি পুলিশের কাছে জমা দিতে নিদের্শ দেয়া হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের পাঁচাইখা, ভায়েলা, গোলাকান্দাইল, সাওঘাট, মাহনা, আমলাবো, বলাইখা, আউখাবসহ বিভিন্ন এলাকায় জনসাধারনকে সচেতন করার জন্য এ মাইকিং করা হয়।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, দেশে জঙ্গিদের উপদ্রপ বেড়ে গেছে। কে জঙ্গি আর কে ভালো মানুষ তা বুঝা মুশকিল। জঙ্গিবাদ রোধে মানুষকে সচেতনকরাসহ বাড়ির মালিকদের তাদের ভাড়াটিয়াদের জাতীয় পরিচয় পত্র, জন্মনিবন্ধনের ফটোকপি দ্রুত ভুলতা পুলিশ ফাঁড়িতে জমা দেয়ার কথা মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে জানিয়ে দেয়া হয়। এছাড়া কাউকে সন্দেহ হলে পুলিশকে জানানোর কথা বলা হয়েছে। এ কাজে সহযোগীতা করার জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার