আশুলিয়ার বগাবাড়ি এলাকায় লিপি আক্তার (৩০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্র থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনার পর থেকে স্বামী শামীম হোসেন পলাতক রয়েছেন।
শামীম জামালপুর সদর থানার বাগেরহাটা জিয়া কলেজ গ্রামের শামসুল হকের ছেলে। তিনি পেশায় দিনমুজুর। আর লিপির পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, লিপি ও শামীম আশুলিয়ার বগাবাড়ি দরগারপারের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শামীমের সঙ্গে লিপির কথা কাটাকাটি হয়। সন্ধ্যায় দরজা বন্ধ করে লিপিকে পিটিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা লিপিকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্রে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে শামীম পলাতক রয়েছেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুহিদুল ইসলাম জানান, লিপির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল