রাজবাড়ীর গোয়ালন্দে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইনসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা। সোমবার বিকেলে উপজেলার দৌলতদিয়া পতিতালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মৃত মন্টু সরকারের ছেলে শ্যামল সরকার ওরফে শিমুল (২৬), উত্তর দৌলতদিয়া শামসু মাস্টার পাড়ার মৃত বজলু বেপারীর ছেলে মনিরুল ইসলাম (৩৮) ও পতিতালয়ের মৃত ইবাদ আলী গাজীর ছেলে রুবেল (২৮)।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের বিভাগীয় সহকারী পরিচালক রাজিব মিনা জানান, এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল