নিখোঁজের একদিন পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেণীপুর বাওড় (বিল) থেকে নৈশপ্রহরী খলিলুর রহমানের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে লাশটি উদ্ধার করা হয়।
নিহত খলিলুর রহমান জীবননগর উপজেলার বেণীপুর গ্রামের মাতববারের ছেলে। তিনি বেণীপুর বাওড়ের নৈশপ্রহরী হিসেবে দায়িত্বরত ছিলেন।
জানা যায়, সোমবার রাতে বাওড়ের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিরুল ইসলাম জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।
এর আগে রবিরার রাতে বাওড় পাহারা দেওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে খলিলুর নিখোঁজ ছিলেন।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল