নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় দাম্পত্য কলহের জের ধরে চারমাসের গর্ভবতী পিংকি আক্তার পপি (১৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সন্ধ্যায় সোনাইমুড়ি থানা পুলিশ উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি পরিত্যক্ত বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জাকের হোসেন জাবেদকে (২১) আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূ উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মৃত সিরাজুল ইসলামের কন্যা। আটক জাকির হোসেন জাবেদ একই ইউনিয়নের পোরকরা গ্রামের বড় বাড়ীর দুলাল হোসেনের ছেলে।
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিঞা জানান, পিংকির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/হিমেল