হবিগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ২৭ জন আহত হয়েছেন। তাদের সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েচ্ছে।
জানা গেছে, সম্প্রতি হবিগঞ্জে পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। গত রবি ও সোমবার শহরের ইনাতাবাদ, শায়েস্তানগর এড়ালিয়া সড়ক এবং শহরতলীর বড়বহুলা, তেঘরিয়া, পইল, এড়ালিয়াসহ বিভিন্ন এলাকার মোট ২৭ জনকে কামড়িয়েছে। কুকুরের কামড়ে আহতদের মাঝে রয়েছে বেশ কয়েকজন শিশু, নারী, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ।
সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. বজলুর রহমান জানান, কুকুরে কামড়ানো রোগীদের চিকিৎসা দিতে রীতিমতো ডাক্তার, নার্সদের হিমশিম খেতে হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন