গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৬০) এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টায় টঙ্গীর মধুমিতা এলাকায় ঢাকা-টঙ্গী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার পরনে গ্রামীণ চেকের লুঙ্গি ও বিস্কিট রংয়ের পাঞ্জাবি ছিল।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, সকালে টঙ্গীর মধুমিতা এলাকায় ফজরের নামাজ আদায় করে ওই মানসিক প্রতিবন্ধী রেললাইনেল পাশ দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। একপর্যায় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/এনায়েত করিম