লক্ষ্মীপুরের রায়পুরে সোমবার রাতে জুয়ার আসর থেকে আওয়ামী লীগ ও বিএনপির মোট তিন নেতাকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার রাত ১০ টায় উপজেলা রায়পুর ইউনিয়ন পরিষদের মিতালী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়েছে। আটক নেতাদের কাছ থেকে তাস ও জুয়া খেলার সরঞ্জামাদি এবং টাকা জব্দ করা হয়েছে।
আটক নেতারা হলেন ১০নং রায়পুর ইউনিয়নের কাজীর চর গ্রামের এরশাদ মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তছলিম উদ্দিন (৫৮), একই গ্রামের তরিকউল্যার ছেলে ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদ আলী (৫২) ও দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের গাইয়ার চর গ্রামের আবু ছায়েদের ছেলে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন (৩৮)।
রায়পুর থানার উপ-পরিদর্শক মো. মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলার আসর থেকে ওই তিন নেতাকে আটক করা হয়েছে। আটককৃতদের জুয়া আইনে (৪ ধারায়) লক্ষ্মীপুর আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/ফারজানা