খুলনায় বাগমারা খালের ব্রিজ এলাকা থেকে মঙ্গলবার সকালে এক অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
খুলনা থানার সেকেন্ড অফিসার এসআই মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহতের শরীরের দুই হাতের কবজি প্রায় শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। তার মুখ, বুক, পিঠ, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/ফারজানা