মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী আজ।
এ উপলক্ষে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকাল ৯টায় মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এর পর নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন করেন, মুক্তিযোদ্ধা থানা কমান্ড, নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
কেন্দ্রীয় বিএনপি, জেলা এবং উপজেলার সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেল নগরকান্দার লস্করদিয়াস্থ শামা ডেইরী ফার্মে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন