নাটোরে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ নুরুজ্জামান তালুকদার (৩৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক নুরুজ্জামান তালুকদার শহরের কানাইখালি মহল্লার মৃত নুর হোসেনের ছেলে।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদা ইয়াসমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে পটুয়াপাড়া এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় নুরুজ্জামানকে আটক করা হয়। এ সময় তার কাছে ১১ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এই ঘটনায় থানায় মামলা রুজুর পর আজ মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৭/এনায়েত করিম