সাভারের আমিন বাজারের বেগুনবাড়ি এলাকায় আজ সকালে শিরিন (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিরিন ওই এলাকার মাসুদের স্ত্রী।
শিরিনের ঘরের দরজা বন্ধ থাকায় তার স্বামী মাসুদ ও স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ঘরের আঁড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসেদ জানান, এটা হত্যা না আত্মহত্যা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার