রাঙামাটিতে জঙ্গি সন্দেহে আটক ৬ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার রাতে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ আসামিদের রাঙামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সামস উদ্দীন খালেদ আদালতে হাজির করে।
এসময় পুলিশ আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদনও করে। তবে আদালত সংক্ষিপ্ত শুনানী শেষে মামলার পরবর্তী দিন বুধবার ধার্য্য করে তাদের রাঙামাটি জেল হাজতে প্রেরণের আদেশ দেন। পরে কড়া পুলিশের নিরাপত্তায় আসামিদের জেল হাজতে নিয়ে যাওয়া হয়।
এব্যাপারে রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মোহাম্মদ সাফিউল হোসেন সারোয়ার জানান, রাঙামাটি ডিসি বাংলো পার্ক থেকে জঙ্গি সন্দেহে যাদের আটক করা হয়েছে। তাদেরকে বিশেষ ক্ষমতা আইনে আদলতে হাজির করা হয়। তাদের কাছ থেকে পাপ্ত আলামতগুলো আমরা জাচাই বাচাই করা হচ্ছে। তদন্তে শেষে বিস্তারিত বলা যাবে তাদের অবস্থানটা কি। তবে আদালতে হাজিরের পর পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে। তবে রিমান্ডের শুনানি এখনো হয়নি।
উল্লেখ্য, গত রবিবার রাঙামাটি শহরের ডিসি বাংলো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৬ জনকে আটক করে ডিবি পুলিশ। এ অভিযানে আটকরা হয় সন্দেহে রংপুর কারমাইকেল কলেজের ছাত্র শিবিরের সাবেক সভাপতি হারুনুর রশিদ, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ইউসুফ বিন মিরাজ ও ইরফানুল হক, রাঙামাটির মোস্তাফা কামাল, সাখাওয়াৎ হোসেন ও মুক্কুর আলমকে। এসময় তাদের কাছ থেকে কিছু জিহাদি বই ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়।