কক্সবাজারের পেকুয়ায় ডাকাতিসহ পাঁচ মামলার আসামী মো. ইউনুছ প্রকাশ ওরফে বাইট্টা ইউনুছ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজির পাড়া এলাকা থেকে ইউনুছকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ইউনুছের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি আরও বলেন, ইউনুছের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, পুলিশের ওপর আক্রমণসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/ফারজানা