ছাত্র সংসদ নির্বাচনসহ আট দফা দাবী দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। তাদের অন্য দাবিগুলো হলো শ্রেণিকক্ষ সংকট নিরসন, প্রতিটি বিভাগে অনার্স-মাস্টার্স কোর্স চালু, কলেজ ক্যান্টিন চালু, পরীক্ষা হল নির্মাণ, আধুনিক তথ্যকেন্দ্র স্থাপন। মানববন্ধন শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/২১ মার্চ, ২০১৭/ফারজানা