ময়মনসিংহের ভালুকায় বুধবার সকালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। 'দুর্নীতি থামান এখনই, দেশ গড়ার প্রয়োজনে দুর্নীতি রুখবো সর্বজনে, রুখবো দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ' প্রদিপাদ্যকে সামনে রেখে ভালুকা- গফরগাও সড়কে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে অফিসার্স ক্লাব চত্বরে অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. শওকত আলী, কে এম ইদ্রিছ আলী প্রমুখ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ