নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সেলিম উদ্দিন সরদার ওরফে সেলিম বাবুকে (৪২) বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম বাবু ইটাগাছা পশ্চিম পাড়ার তমিজউদ্দিন সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, সেলিম বাবুর বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতা সৃষ্টির তিনটি মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার