হত্যা, অগ্নি সংযোগ, ভাঙচুরের মামলায় কারাভোগের পর এবার চাঁদাবাজির ও অপহরনের অভিযোগে গ্রেফতার হয়েছেন আশুলিয়ার থানার পাথালিয়ার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেহাজ উদ্দিন। বুধবার সকালে ৫ নম্বর ওয়ার্ডের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনজনকে অপহরণ করে দের লাখ টাকা দাবি করলে তাকে আটক করে পুলিশ। আশুলিয়ার থানার পরিদর্শক মহাসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেহাজ উদ্দিন পানদুয়ার এলাকার হাবিবুর রহমানের কাছে দের লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে হাবিুর রহমান ও তার চাচা আব্দুল হাই এবং আব্দুর রাজ্জাককে একটি বাড়ীতে আটকিয়ে রাখে। এরপর তার পরিবারে কাছে দের লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৩ জনকে উদ্ধার । পরে ঘটনার সাথে জড়িত ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেহাজ উদ্দিনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
অপহৃত আব্দুর রাজ্জাক বাদী হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেহাজ উদ্দিনসহ ৩ জনকে আসামি করে বুধবার সকালে মামলা করেছেন। লেহাজ উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান পরিদর্শক মহাসিনুল কাদির।
হাবিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পয়েলা বৈশাখ পালন করবে বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেহাজ উদ্দিন এসে আমার কাছে দের লাখ টাকা চাঁদা চান। আমি তাকে বলি, ‘আমি এত টাকা পাব কোথায়?’ এ কথা বলার পরপরই তিনি আমাকে হাত, পা বেধেঁ মারধর করার পাশাপাশি অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন। এছাড়া ৪ দিন ধরে একটি রুমে আমি ও আমার চাচা , এবং বড় ভাইকে আটকে রাখা হয়। চাঁদা না দিলে তিনি দোকানে তালা মেরে দেবেন বলে চিৎকার করেন। এ সময় অন্য কর্মচারীরা তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে তাদেরও লাঞ্ছিত করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বিষয়টি থানায় জানানোর পর পুলিশ এসে তাকে গ্রেফতার করে। পাথালিয়ার ইউনিয়েনে চেয়ারম্যান পারভেজ দেওয়ান আওয়ামী লীগের নেতা রহিম বাদশাকে দিনে দুপুরে গুলি করে হত্যার ঘটনায় পলাতক থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
পাথালিয়া ইউনিয়ের সচিব আমিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এর আগে নয়ার হাট বাজারে ব্যবসায়ীকে হত্যার ঘটনার সোহাগ নামে ইউপি মেম্বারকে গ্রেফতার করে পুলিশ। এ মামলায় বেশ কিছুদিন কারাগারেও ছিলেন তিনি।
বিডি প্রতিদিন/১৯ এপ্রিল ২০১৭/হিমেল