দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে তজমুল হক (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে ৭৪৮নং ডাউন খুলনাগামী সীমান্ত একপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত তজমুল হক নিলফামারী জেলার ডোমার উপজেলার বৌবাজার গ্রামের একরামুল হক এর ছেলে।
ফুলবাড়ী রেল স্টেশন মাস্টার আব্দুস ছাত্তার ও পার্বতীপুর জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল মতিন জানায়, খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ফুলবাড়ী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় প্লাটফর্মের দক্ষিণ পার্শ্বে ট্রেনের নিচে কাটা পড়ে তজমুল হকের মৃত্যু হয়েছে।
পার্বতীপুর জিআরপি থানা পুলিশ নিহত তজমুল হকের মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৭/হিমেল