নীলফামারীর কিশোরগঞ্জে ফজিলা খাতুন(২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফিরোজা কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বাড়ি মধুপুর কুটিয়ালপাড়ার বাচ্চু মিয়ার স্ত্রী ও একই এলাকার গোলাম মোস্তফার মেয়ে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে নিতাই ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের নিচতলা থেকে দুপুর ১২টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ জানান, দুপুরে মৃতদেহটির ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ