বাগেরহাটে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট এসোসিয়েশনের ব্যানারে মেডিকেল স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা বুধবার দুপুরে চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে খুলনা- বাগেরহাট- পিরোজপুর- বরিশাল মহাসড়ক দেড় ঘণ্টা ধরে অবরোধ করে রাখে।
চারদফা দাবিতে আন্দোলনরত ম্যাটসের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধে হিটষ্টোক ও পুলিশ লাঠিচার্জে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছে।
বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে সকাল সাড়ে ১০টা থেকে দেড় ঘণ্টা ধরে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখায় তপ্তরোদে দু’পাশে কয়েক শত গাড়ী আটকা পড়ে। শিক্ষার্থীরা রাস্তার উপর বসে বিক্ষোভ করতে থাকে। এসময় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তপ্ত রোদে আন্দোলন করতে গিয়ে অনেক শিক্ষার্থীরা হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মহাসড়কে পড়ে থাকতে দেখা যায়। পরে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থলে এসে মহাসড়কের আবরোধ প্রত্যাহার করতে বললে শিক্ষার্থীরা মারমুখি হয়ে ওঠে। সংবাদকর্মীদের সাথেও অশালিন ব্যবহার করে ম্যাটস শিক্ষার্থীরা। এই অবস্থায় দু’পাশে আটকে পড়া কয়েক শত যাত্রী ও পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ মুক্ত করার জন্য পুলিশের কাছে দাবি জানাতে থাকলে এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে ম্যাটস শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক মো. ইয়ার মাহমুদ জানান, চারদফা দাবি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আমরা সকালে ম্যাটস থেকে চার শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক মহাসড়ক অবরোধ করি। সেখানে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। পরে পুলিশ সেখানে এসে আমাদের সরানোর চেষ্টা করে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে চাইলে পুলিশ আমাদের উপর চড়াও হয়ে লাঠিচাজ করে ছত্রভঙ্গ করে দেয়। এতে আমাদের ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন।
লাঠিচার্জের অভিযোগ অস্বীকার করে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, আমি সেখানে গিয়ে তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করি। শিক্ষার্থীরা মহাসড়কের উপর থেকে সরে গেলে দুপুরে যান চলাচল স্বাভাবিক হয়। প্রচণ্ড দাবদাহে আন্দোলন করতে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
শিরোনাম
- সিনেমার প্রভাবে কেরালার স্কুলে আর নেই ব্যাকবেঞ্চার
- 'আর্থিক সংকটে' বন্ধ আল জাজিরা বলকানসের সম্প্রচার
- যশোরে যুবককে কুপিয়ে হত্যা
- পেন বাংলাদেশের নেতৃত্বে সামসাদ মোর্তুজা ও জাহানারা পারভীন
- দেশে সন্দেহভাজন বিদেশিদের আগমন বেড়েছে: মির্জা আব্বাস
- হবিগঞ্জে সেপটিক ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
- খুতবার সময় হামলা, খতিব শঙ্কামুক্ত, হামলাকারী জেলহাজতে
- দেড় মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত
- সোহাগ হত্যার ভিডিও না আসা পর্যন্ত সরকার কী করল-প্রশ্ন রুমিন ফারহানার
- ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
- আইনশৃঙ্খলার অবনতি ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল
- ২০৩০ বিশ্বকাপ ভেন্যুর তালিকা থেকে নাম প্রত্যাহার মালাগার
- কুমিল্লায় চার মামলার আসামি গ্রেফতার
- ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইনামুল হাসান গ্রেফতার
- কলাপাড়ায় দুর্ভোগ কমেনি সাধারণ মানুষের, কৃষকরা পড়েছেন সংকটে
- জনগণই নির্বাচনের মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে : আমীর খসরু
- সেন্টমার্টিন রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
- আইএমইআই পাল্টে দেশ-বিদেশে মোবাইল পাচার, চট্টগ্রামে গ্রেপ্তার ৫
- টেলিকম নীতিমালাকে সমৃদ্ধ করতে যৌক্তিক পরামর্শ বিবেচনা করা হবে : ফয়েজ আহমদ
- শেরপুরে পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার
বাগেরহাটে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, আহত ৫০
শেখ আহসানুল করিম, বাগেরহাট :
অনলাইন ভার্সন

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর