ত্রিপুরা দিয়ে বাংলাদেশ যাওয়ার পথে ২ লাখ ৩ হাজার ১শ’ মার্কিন ডলারসহ চার বাংলাদেশিকে আটক করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গোয়েন্দা শাখার সদস্যরা। মঙ্গলবার রাজ্যের সিপাহীজলা জেলার শ্রীমন্তপুর সীমান্তের স্থলবন্দর থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন- মোহম্মদ আলি (৩০), আবুল কালাম আজাদ (২২), সজিবুর রহমান (৪৮), পরিমল সাহা (৩৭)। এদের প্রত্যেকের বাড়ি কুমিল্লার বুড়িচং থানা এলাকায় বলে প্রাথমিকভাবে জানা যায়।
জানা যায়, ওই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যাওয়ার পথে সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ জওয়ানদের সন্দেহ হলে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় একটি ব্যাগের কাপড়ের মধ্যে ডলারগুলো ডুকিয়ে সেলাই করে রাখা অবস্থায় পাওয়া যায়। বিএসএফ সেলাই কেটে ডলারগুলো জব্দ করে এবং তাদের আটক করে শ্রীমন্তপুর ক্যাম্পে নিয়ে যায়।
খবর পেয়ে ছুটে যান বিএসএফ’র কর্মকর্তরা। টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাতে আটাকদের সোনামুড়া থানায় হস্তান্তর করে। আজ আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে পুলিশ।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৭/হিমেল